বরিশালকে রেলে যুক্ত করার ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ১২:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

রেল লাইনে এবার যুক্ত হচ্ছে দেশের দক্ষিণাঞ্চল। সড়ক আর নৌপথ থাকলেও দক্ষিণের বিভাগ বরিশালকে এবার রেল লাইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০ জেলায় ৫১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

শেখ হাসিনা বলেন, পর্যটন শিল্পের অপার সম্ভবনা পটুয়াখলীর কুয়াকাটা এবং নতুন বন্দর পায়রা ও খুলনার মংলা বন্দর পর্যন্ত পর্যায়ক্রমে রেল যোগাযোগ স্থাপন করা হবে।

তিনি বলেন, ‘সারা দেশে আমরা রেল যোগাযোগ গড়ে তুলতে চাই। বরিশাল রেল দেখে নাই কখনও। ইনশাল্লাহ আমরা বরিশালেও রেললাইন নিয়ে যাব।’

‘কুয়াকাটা পর্যন্তও রেল যাবে। আর এখান থেকে মংলা পর্যন্ত যাবে। আমরা পায়রা বন্দর প্রতিষ্ঠা করতে পারব।’ যোগ করেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সিগনালিং ব্যবস্থাসহ টঙ্গী-ভৈরববাজার ডাবল লাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ৮৪ কিলোমিটার ডাবল লাইন হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ৩২০ কিলোমিটার রেললাইনের ২৪৯ কিলোমিটারই ডাবল লাইনের আওতায় এলো।

উদ্বোধনের পর মতবিনিময়ের সময় ভৈরব প্রান্তে থাকা রেলমন্ত্রী মুজিবুল হককে বরিশাল বিভাগে রেল লাইন স্থাপনে ‘দ্রুত’ কাজ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রায় ৫৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছয় হাজার পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এএসএস/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।