রংপুরে নবজাতকের মরদেহ উদ্ধার
রংপুরে পলিথিন ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর ধর্মদাস বারো আউলিয়া জলপাইরতল এলাকার এক বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় নিজাম উদ্দিন সওদাগর জানান, বিকেলে স্থানীয় এক নার্সারিতে কর্মরত শ্রমিকরা পলিথিন ব্যাগে মোড়ানো শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস ওয়াহিদ জানান, নবজাতকের বয়স এক দিন হবে বলে ধারণা করা হচ্ছে।
জিতু কবীর/এআরএ/আরআইপি