তানোরে একইভাবে দুই স্ত্রীর আত্মহত্যা


প্রকাশিত: ০১:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীর তানোর উপজেলার শিকরামপুর গ্রামে আড়াই বছরের ব্যবধানে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির দুই স্ত্রী একইভাবে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে শহীদুল ইসলাম পলাতক রয়েছেন।

জানা গেছে, শিকরামপুর গ্রামের শহীদুল ইসলামের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দ্বিতীয় স্ত্রী পাপিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ২০১৩ সালে প্রথম স্ত্রী শাকিলা খাতুনের মরদেহও একইভাবে উদ্ধার করা হয়েছিল।

শিকরামপুর গ্রামের আফাজ মণ্ডল জানান, শাহলালের ছেলে শহীদুল ইসলাম প্রথমে চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকার শাকিলা খাতুনকে বিয়ে করেন। বিয়ের কিছু দিনের মাথায় ২০১৩ সালে ৬ জুলাই শাকিলা নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তখন ওই ঘটনায় তানোর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

এর এক বছর পরে শহীদুল ইসলাম মুণ্ডমালা পৌর এলাকার উত্তরাপাড়া গ্রামের পাপিয়া আক্তার নামে আরেক মেয়েকে বিয়ে করেন। শনিবার সকালে একই ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনিও আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে শহীদুল ইসলামসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

মুণ্ডুমালা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবীর জানান, মাত্র আড়াই বছরের ব্যবধানে দুই স্ত্রীর আত্মহত্যার বিষয়টি অবশ্যই রহস্যজনক। তাই ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখছে পুলিশ। তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে।

তিনি আরো জানান, পাপিয়ার মরদেহ উদ্ধার করে প্রথমে থানায় নেয়া হয়। পরে রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে হত্যা না আত্মহত্যা সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় তানোর থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

শাহরিয়ার অনতু/এফএ/এআরএ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।