জয়পুরহাটে দুই দফায় ৩৩ কেজি বিস্ফোরক উদ্ধার, আটক ২


প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০১ মার্চ ২০১৬

জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের আটাপাড়া ক্যাম্পের সদস্যরা ১৫ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩৩ কেজি বিস্ফোরক পদার্থসহ দুইজনকে আটক করেছে।

জয়পুরহাট-৩ বিজিবির আটাপাড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার দেলোয়ার জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে সাড়ে ১৭ কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লুৎফর রহমানের ছেলে আতাউর রহমান ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আজাদুল ইসলাম ওরফে বাবু। বাবু বর্তমানে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকাতেও বসবাস করেন বলে বিজিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এর আগে সোমবার রাতে একইস্থানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের বালতি থেকে ১৫ কেজি বিস্ফোরক আটক করে একই ক্যাম্পের বিজিবি সদস্যরা।

পরে বিস্ফোরক দ্রব্যগুলো ধ্বংসের জন্য জয়পুরহাট-৩ বিজিবিতে জমা দেয়া হয়। বিস্ফোরক আইনে মামলাসহ আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজিবি সুবেদার জানান।

জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার উদ্দেশ্যে পাউডার জাতীয় বিস্ফোরক পদার্থগলো অবৈধপথে ভারত থেকে নিয়ে আসা হচ্ছিল।

রাশেদুজ্জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।