খেলতে নেমেছিলাম তাসকিন-সানির জন্য : মাশরাফি


প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১১ মার্চ ২০১৬

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ধর্মশালায় টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। ফলে দু’দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বলেন, “আমরা আজ (শুক্রবার) খেলতে নেমেছি তাসকিন ও সানির জন্য।”

তিনি আরো বলেন, “ম্যাচ শুরুর আগেও আমরা বলেছি যে, আমরা ওদের দুজনের জন্য খেলতে নামছি। আমাদের পুরো সমর্থন তাদের সাথে আছে।”

এর আগে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ২০ ওভার থেকে ১২ ওভারে কমিয়ে আনা হয়। টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল তামিম ইকবালের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ ওভারে ৯৪ রান তোলে। তামিম ২৬ বলে ৪৭ রান করেন। পরবর্তীতে আবারও বৃষ্টি হানা দিলে ম্যাচ পরিত্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশান নিয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন তোলা হয়।

ফলে আগামীকাল শনিবার বাঁহাতি স্পিনার আরাফাত সানি অ্যাকশান পরীক্ষা দিতে যাবে। আর তাসকিনের পরীক্ষা আগামী ১৪ মার্চ।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।