এবারের বিশ্বকাপের দ্রুততম দলীয় অর্ধশতক বাংলাদেশের


প্রকাশিত: ০৬:২৩ এএম, ১২ মার্চ ২০১৬

তামিম ইকবালের ব্যাটের তাণ্ডব গোগ্রাসে গিলছিল যেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু এই গোগ্রাস থেকে একটু দাতস্ত হতে না হতেই দুঃস্বপ্নের মত আবার নেমে এলো বৃষ্টি। শেষ পর্যন্ত আর মাঠে গড়াতে পারলো না ম্যাচটা। পরিত্যক্তই করতে হলো।

তবে এর আগেই সৌম্যকে সাথে নিয়ে গড়ে ফেললেন এবাবের বিশ্বকাপের দ্রুততম দলীয় অর্ধশতকের রেকর্ড। টাইগার দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ২৪ বলে ৫০ রান করে বাংলাদেশ। এটিই টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০১৬ এর দ্রুততম দলীয় অর্ধশতক। আর ৪.৪ ওভারেই ৬১ রানের জুটি গড়ে ফেলেন সৌম্য আর তামিম। যা এবারের বিশ্বকাপের দ্রুততম সর্ব্বোচ্চ জুটিও বটে।

বৃষ্টির বাধায় এমন রেকর্ডও ফিকে হয়ে গেছে বাংলাদেশের। ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে আয়ারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় বাংলাদেশকে। বৃষ্টির আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান করেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে মাত্র ১২ ওভারের খেলা নির্ধারণ করা হয়েছিল।

আরএ/এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।