কর্মস্থলে না থাকলে ডাক্তারদের স্ট্যান্ড রিলিজ


প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৩ মার্চ ২০১৬

সরকারি হাসপাতালের ডাক্তারদের নিজ নিজ কর্মস্থলে থেকে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এই নির্দেশ অমান্য করলে ডাক্তারদের স্ট্যান্ড রিলিজ করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীদের ৩২ পদের ঔষধ বিনামূল্যে দেয়া হচ্ছে। স্বাস্থ্যসেবার উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে যন্ত্রপাতি কেনা হচ্ছে। এসব যন্ত্রপাতি কেনায় টেন্ডার দুর্নীতিবাজদের চিহিৃত করে স্বাস্থ্যসেবায় দুর্নীতি বন্ধে কাজ করছে সরকার।

খুব শীঘ্রই আরো দেড় হাজার অতিরিক্ত ডাক্তারকে ঢাকা ও আশেপাশের এলাকায় বদলি  করা  হবে বলেও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন বলেন।

এ সময় স্বাস্থ্যসেবার উন্নয়নে মানিকগঞ্জে ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতালসহ চারটি প্রকল্পের কাজ দ্রুত শুরু করার ঘোষণা দেন স্স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী।

সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. ইমরান আলীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আকতারুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

খোরশেদ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।