অপহরণের ১১ দিনেও সন্ধান মেলেনি পারভেজের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৪ মার্চ ২০১৬

ফেনীর মুহুরীগঞ্জের সমিতি বাজারের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন পারভেজ (৩৫) অপহরণের ১০ দির পার হলেও কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারের জন্য তার পরিবার ও স্বজনরা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জের সমিতি বাজারের ব্যবসায়ী সাজ্জাদ হোসেন পারভেজকে ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে বাজারের শান্তা ফার্মেসি থেকে ৮/১০ জনের একটি সশস্ত্র সংঘবদ্ধ দল মাইক্রোবাসে করে ফেনীর দিকে তুলে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও পারভেজের কোনো সন্ধান না পেয়ে তার বাবা আশিক এলাহি ছাগলনাইয়া থানায় একটি জিডি করেন। পরবর্তীতে ১১ মার্চ আশিক এলাহি ছাগলনাইয়া থানায় একটি অপহরণ মামলা করেন।

শান্তা ফার্মেসির মালিক মো. বেলাল হোসেন বলেন, ব্যবসায়ী পারভেজ ৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে দোকানে বসা ছিল। এসময় ৮/১০ জনের একটি সশস্ত্র সংঘবদ্ধ দল কথা আছে বলে দোকান থেকে তাকে বাইরে ডেকে নিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
 
এদিকে পারভেজের মা রেহানা বেগম এবং তার স্ত্রী জেনিয়া আফরিন দুই সন্তান ওয়াসিফ ও ওয়াজিদকে অপেক্ষার দিন কাটাচ্ছেন। পাভেজের চাচা মুক্তিযোদ্ধা আবদুর রশিদ ভাতিজা পারভেজকে ফেরত পেতে সরকারি সাহায্য কামনা করেছেন।

fani-b

পারভেজের বাবা ঘোপাল ইউনিয়নের ৯ নং নিজকুঞ্জুরা ওয়ার্ড আ.লীগের সভাপতি আশেক এলাহী কান্না জড়িত কণ্ঠে বলেন, তার ছেলে পারভেজ তাদের বালু, কাঠ ও পোল্ট্রি ব্যবসা দেখা শুনা করতো। কেউ শত্রুতা করে তার ছেলেকে অপহরণ করেছে কিনা সে বিষয়ে তিনি সন্দেহ পোষণ করেন। তিনি তার ছেলে পারভেজকে উদ্ধারের জন্য প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ চৌধুরী জাগে নিউজকে বলেন, অপহরণের ঘটনায় মামলা হয়েছে। পারভেজকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে পুলিশ প্রকাশ্যে ও গোপনে অভিযান অব্যাহত রেখেছে।

জহিরুল হক মিলু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।