টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি বিরাট কোহলির


প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৯ মার্চ ২০১৬
টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি

স্বল্প পরিসরের ক্রিকেটে অসাধারণ ফর্মে আছেন ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৭ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বিরাট।

সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ডেও নিজের নাম লেখালেন তিনি। আজকের ম্যাচে ৫৫ রানের সুবাদে সর্বোচ্চ ফিফটির তালিকায় শীর্ষে উঠে আসেন বিরাট (১৪)।

রেকর্ডটি বাংলাদেশের অনুষ্ঠিত হয়ে যাওয়া এশিয়া কাপেই হতে পারতো। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ৫৬ রান করে ছুঁয়েছিলেন সর্বোচ্চ ১৩টি ফিফটি করা ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শ্রীলঙ্কার দিলশানকে।

Birat Kohli
সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ড গড়তে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন কোহলি। এই তালিকায় যেখানে দ্বিতীয়তে থাকা গেইল, ম্যাককালাম ও দিলশানকে খেলতে হয়েছে যথাক্রমে ৪৬, ৭১, ৭৫ ম্যাচ, সেখানে ৪০ ম্যাচেই সবাইকে ছাড়িয়ে যান এই ড্যাশিং ব্যাটসম্যান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।