কোহালিকে দেখে শিখতে পারে পাকিস্তান: ইমরান
ভারত-পাকিস্তানের ম্যাচকে ঘিরে শনিবার (১৯ মার্চ) ইডেনের গ্যালারিতে ছিল টান টান উত্তেজনা। এ ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন সাবেক ক্রিকেটাররাও। তাইতো ইডেনের মাঠে পাক-ভারত ম্যাচে উপস্থিত ছিলেন দু`দেশের এক ঝাঁক তারকা ক্রিকেটার।
পাক-ভারত ম্যাচে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। সামনে থেকে তিনি ম্যাচটি উপভোগ করেছেন। এক সাক্ষাৎকারে পাকিস্তানের পরাজয়ের জন্য আফ্রিদির টেনশনকেই দায়ী করেছেন তিনি।
তার মতে, বিরাট কোহালিকে দেখে শিখতে পারে পাকিস্তান। কারণ বিরাট যখন মাঠে নেমেছে, ভারত তখন মোটেও স্বস্তির জায়গায় নেই। কিন্তু এটাই কোহলি। যে কঠিন পরিস্থিতিতেও দারুণ খেলে ম্যাচ বার করে নিয়ে যেতে পারে। আর সেটা অত্যন্ত ধারাবাহিকভাবে। টেকনিক, টেম্পারামেন্ট, ট্যালেন্ট- তিনটিই ওর আছে। তাই কোহালি এত ধারাবাহিক, চাপের পরিস্থিতিতে এত ভালো। গোটা ইনিংসে একবারও পাকিস্তানকে কোনও সুযোগ দেয়নি। কোহালির ইনিংস যত এগিয়েছে, ওর টিমের উপর থেকে চাপ তত কমেছে।
পাকিস্তানের পরাজয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এত তোড়জোড় করে পাকিস্তানের একটা ম্যাচ দেখতে এলাম আর টিম হারল। পাকিস্তানি হিসেবে দুঃখ তো হবেই। কিন্তু বহু দিন পর ইডেনে এসে আজ যে অভিজ্ঞতা হল, তাতে একটা ভাল লাগাও তৈরি হয়েছে। ইডেনে কাটানো কয়েক ঘণ্টাকে এক কথায় বলব, দুর্দান্ত। আজকাল আমার আর ক্রিকেট দেখাই হয় না। নানা কাজ নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে, খেলা দেখার সুযোগ পাই না। এতটা সময় বের করে এ রকম একটা দিন যে কত বছর কাটানো হয়নি!
আরএ/এমআর/এমএস