সাগর-রুনি হত্যা : গ্রেফতার বকুলের জামিন নিয়ে হাইকোর্টে রুল
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার বকুল মিয়াকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
আসামি বকুলের করা জামিন আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফআরএম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যা রহস্যের কিনারা করতে না পারায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি পুলিশ থেকে র্যাবে স্থানান্তর করা হয়।
হত্যাকাণ্ডের এক বছর আট মাস পর ঘটনায় জড়িত আটজনকে চিহ্নিত করে সাতজনকে গ্রেফতারের কথা জানিয়েছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এরমধ্যে পাঁচজনই চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি।
জানা যায়, বনানী থানার একটি মামলায় গ্রেফতার হন বকুল। পরে তাকে ২০১২ সালের ১০ অক্টোবর সাংবাদিক দম্পতি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ২ মার্চ নিম্ন আদালতে বকুলের জামিন নাকচ হলে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।
এফএইচ/বিএ