অস্ট্রেলিয়া-পাকিস্তানের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ১০:১১ পিএম, ২৪ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সমীকরণের কাঠগড়ায় ঝুলছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এমন সমীকরণ নিয়েই শুক্রবার মাঠে নামছে দুই দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় পাঞ্জাবের মোহালিতে ম্যাচটি শুরু হবে।

সুপার টেনে বাংলাদেশকে প্রথম ম্যাচে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল পাকিস্তান। কিন্তু পরের দুই ম্যাচ হারার ফলে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা বেশ কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের জন্য।

ইডেন গার্ডেনে পরের ম্যাচেই ভারতের সঙ্গে হেরে যায় আফ্রিদিরা। আর মোহালিতে এসে নিউজিল্যান্ডের কাছেও হারলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে হেরে গেলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

আর উল্টোটা হলে অর্থাৎ পাকিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় আর ভারত শেষ ম্যাচে অজিদের কাছে হার মানে, তা হলে পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনাই বেশি।


তবে বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াই ছিল ফেভারিট। কিন্তু প্রথম ম্যাচে কিউইদের কাছে হেরে বেশ বড় ধাক্কা খায় অজিরা। বাংলাদেশের বিরুদ্ধে জেতে স্টিভেন স্মিথের দল।

পাকিস্তান সম্ভাব্য একাদশ: শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষ), মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান।

অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ: শেন ওয়াটসন, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষ), নাথান কুল্টার নিল, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।