এখনও হার মানতে পারছেন না মাশরাফিরা
তিন বলে দুই রান। ভারতের বিপক্ষে হওয়া ম্যাচটিকে কোনভাবেই ভুলতে পারছে না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যতই চেষ্টা করছে ভুলে থাকতে, ততই সামনে চলে আসছে ভারতের বিপক্ষে শেষ ওভারের শেষ তিনটি বল। ওই তিনটি বলেই যে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। ভারতকে হারানোর এতো কাছে এসেও না হারানোর হতাশাটা এখনো চেপে ধরে আছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে।
শুক্রবার কলকাতায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আগের ম্যাচের সেই হারটি আসলে মেনে নেওয়ার মতো নয়। দলের কোনো খেলোয়াড়ই তা মেনে নিতে পারছেনও না। তবে এসব হতাশা ভুলে আমরা এখন প্রত্যয়ী পরের ম্যাচে ভালো করতে। আশা করছি নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে আমরা সাফল্য পাব।’
সেই ম্যাচ হারার জন্য কাউকে দোষারোপও করছেন না মাশরাফি। মাশরাফি বলেন, ‘খেলোয়াড়রা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে এটি আমাদের জন্য একটা ভালো দিক। তবে আগের ম্যাচে হারের জন্য কোনো খেলোয়াড়ই কাউকে দোষারোপ করছে না। আমরা চাই নতুন করে ঘুরে দাঁড়াতে। আমার বিশ্বাস চেষ্টা করলে অবশ্যই তা সম্ভব।’
আরআর/আইএইচএস/এমএস