কাশ্মীরেও ক্রিকেট খেললেন মাশরাফি (ভিডিও)


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১১ এপ্রিল ২০১৬

ক্রিকেটের ব্যস্তসূচির পর যে যার মত করে ছুটি কাটানো শুরু করে দিয়েছেন টাইগার ক্রিকেটাররা। আর এই ছুটিতে পরিবার নিয়ে কাশ্মীর গেলেন বাংলাদেশের রঙ্গিন জার্সির অধিনায়ক মাশরাফি। কাশ্মীর গিয়েও ক্রিকেট ছাড়তে পারলেন না টাইগার এই অধিনায়ক। বল হাতে নেমে পড়লেন স্থানীয়দের সঙ্গে।

কাশ্মীরে গাড়ি নিয়ে ঘুরতে গিয়ে রাস্তার ধারে দেখতে পান স্থানীয়রা প্যাড-হেলমেট নিয়ে খেলছে। আর তা দেখে লোভ সামলাতে পারেননি  মাশরাফি। বল চাইতেই পেয়ে গেলেন। আর কেনই বা পাবেন না! ওখানে উপস্থিত কারোরই তাকে চিনতে এতোটুকু সময় লাগেনি। বল নিয়ে দুইটি বলও করলেন।

তারপরই শুরু হলো ভক্তদের আবদার মেটানোর পালা। সবার সঙ্গে কোলাকুলি, হাত মেলানোর পর চলল সেলফি তোলার কাজও। পুরো সময়টাকেই ভিডিওতে বন্দী করেছেন মাশরাফির ছোটভাই। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা প্রকাশ হলে, ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি।

ভিডিও


এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।