তাহসিন তাজওয়ার জিয়ার পাশে ক্রিকেট বোর্ড

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

গত বছর জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে দেশের সবচেয়ে ধনাঢ্য ফেডারেশন- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে বিসিবি তাহসিন তাজওয়ার জিয়াকে ১৫ লাখ ৮০ হাজার টাকা প্রদান করবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি এ অনুদান প্রদানের কথা জানিয়েছে।

১৯ বছর বয়সী তাহসিন তাজওয়ার জিয়ার ফিদে রেটিং এখন ২৩২৩। তিনি ফেব্রুয়ারি ইউরোপের মন্টেনেগ্রোর পেত্রোভাসে অনুষ্ঠেয় বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপে খেলবেন। শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ, হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টার্স ও আন্তর্জাতিকমাস্টার্স ইভেন্টেও খেলবেন। তাহসিনের স্বপ্ন তার বাবার মতো গ্র্যান্ডমাস্টার হওয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে তাহসিনকে নিয়ে প্রত্যাশার কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘তাহসিন খুবই প্রতিভাবান দাবাড়ু। সে কিংবদন্তি বাবার পথ অনুসরণ করছে। যা দেখে ভালো লাগছে। আমরা তাকে সহযোগিতা করতে চাই। দাবা এবং আমাদের দেশের খেলাধুলায় অবদানের জন্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশের এটিও একটি উপায়।’

গত ৭ জানুয়ারি বিসিবির কাছে এক কোটি টাকা অনুদান চেয়েছিল বাংলাদেশ দাবা ফেডারেশন। সেখানে তাহসিনসহ আরো কয়েকজনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছিল। তবে জিয়াপুত্রের এই অনুদান আলাদা। তার পরিবারের পক্ষ থেকেই বিসিবির কাছে সহায়তা চাওয়া হয়েছিল। দাবা ফেডারেশনের চাওয়া ওই কোটি টাকা সহযোগিতার বিষয়ে এখনো বিসিবি কিছু জানায়নি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।