বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নাসির উদ্দিন খাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। পাশাপাশি আদালত দণ্ডাদেশ প্রাপ্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক বেগম মমতাজ পারভীন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন খাঁ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঠপাড়া গ্রামের মফছের আলী সরকারের ছেলে। খালাসপ্রাপ্তরা হলেন, নাসির উদ্দিন খাঁর প্রথম স্ত্রী সালমা বেগম, তার ভাই মছির খাঁ ও সামাদ খাঁ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) আশিকুর রহমান সুজন জানান, ১৯৯৭ সালের ২৪ সেপ্টেম্বর রাতে নাসির উদ্দিন খাঁ যৌতুকের দাবিতে স্ত্রী মমতাজ শিরিকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন এ ঘটনায় মমতাজের বাবা মফছের আলী সরকার বাদী হয়ে শিবগঞ্জ থানায় নাসির উদ্দিন খাঁসহ চারজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৯৯৮ সালের ২৩ মার্চ সবাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।