আলাপে চিত্রনায়িকা নিঝুম রুবিনা

বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি শো ‘আলাপ’। বিভিন্ন পর্বে এখানে হাজির হয়েছেন শোবিজের নানা অঙ্গনের তারকারা। তারা মন খুলে বলেছেন নিজেদের অনেক না বলা কথা।
পাশাপাশি এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন উপস্থাপক। এতে সেলিব্রেটি তার জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তার ভক্তদের জন্য। এসএমএসর মাধ্যমে দর্শকদের মজা মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিধি।
‘আলাপে’র এবারের অতিথি চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তিনি তার কর্মব্যস্ততা, জীবন যাত্রা নিয়ে কথা বলবেন। পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে আগামিকাল বৃহস্পতিবার, ৩ মার্চ সকাল ১০ টা ২০ মিনিটে।
প্রসঙ্গত, সম্প্রতি মিনহাজ অভি পরিচালিত ‘মেঘ কন্যা’ ছবিতে প্রধান নায়িকা হিসেবে কাজ করছেন রুবিনা। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে।
এলএ/পিআর