অনেকদিন বন্ধ থাকার পর ফ্যান চালালে যেসব বিষয়ে নজর দেবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

গত ৩ থেকে ৪ মাস ফ্যান বন্ধ রেখেছেন। গরমে ফ্যানের বাতাস স্বস্তি দিলেও শীতে কষ্টদায়ক। তবে শীতকালে দীর্ঘদিন ফ্যান বন্ধ থাকার পর তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হবে। না হলে যন্ত্রের ক্ষতি তো হয়ই, এমনকি শট-সার্কিট হয়ে বিপদের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

তবে সামান্য সচেতনতা থাকলেই অনেকদিন বন্ধ থাকার পরও ব্যবহার করা যেতে পারে ফ্যান। থাকবে না কোনো দুর্ঘটনা ঘটার ভয়ও। কোন কোন নিয়ম মানতে হবে শীতের পর ফ্যান চালানোর সময়, চলুন জেনে নেওয়া যাক-

বিজ্ঞাপন

ফ্যান চালু করার আগে, অবশ্যই সেটি ভালো করে পরিষ্কার করে নেবেন। যাতে ফ্যানের উপরে কোনো ময়লা না থাকে। ডিটারজেন্টযুক্ত পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিতে পারেন।

ফ্যান চালানোর আগে পারলে একজন ইলেকট্রিকের কাজ করার লোক ডেকে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন। তাহলে শট সার্কিট হওয়ার সম্ভাবনা থারবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টেবিল ফ্যান চালানোর আগেও তা ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন। তাহলে টেবিল ফ্যানেরা পাখার ভিতর কোনও ময়লা থাকবে না ও ভালো হাওয়া পাবেন।

টেবিল ফ্যান হোক আর সিলিং ফ্যান শীতের শেষে ফের চালু করার আগে একবার সার্ভিস করিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো। তাহলে পুরো গরমে আর কোনো চিন্তা থাকবে না।

এছাড়া ফ্যান চালু করার আগে এক জন ইলেকট্রিক সামান্য কাজ জানা লোক সামনে থাকলে বেশি ভালো। তাহলে কোনোরকম বিপদ বুঝলে সে তৎক্ষনাত যা ব্যবস্থা নিতে পারবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আরও পড়ুন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।