ইনস্টাগ্রামে রিলস দেখা হবে আরও সহজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৩ জুলাই ২০২৫

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। সব বয়সি ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।

ইনস্টাগ্রাম রিলস জনপ্রিয় একটি ফিচার। যেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় পার করে দেন অনেকে। কাজের মাঝে একটু সময় পেলেই ঢুঁ মারেন ইনস্টাগ্রামে। রিলস দেখে সময় পার করেন। রিলস দেখতে গেলে বারবার স্ক্রল করতে হয়। এখন থেকে ইনস্টাগ্রামে রিলস দেখতে বারবার স্ক্রল করতে না। রিলস দেখা হবে আরও সহজ। আসছে নতুন ফিচার।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, ইনস্টাগ্রাম রিলসে ‘অটো স্ক্রল’ ফিচার আনতে চলেছে। ফলে রিলস দেখতে গেলে আর স্ক্রল করতে হবে না। মোবাইল স্ক্রিনে চলতে থাকবে একের পর এক রিলস। ফলে ব্যবহারকারীদের আর কষ্ট করে স্ক্রল করতে হবে না। অটো পরের রিলস সামনে চালু হয়ে যাবে।

‘অটো স্ক্রল’ ফিচারটি চালু করতে গেলে প্রথমে যে কোনো একটি রিলস চালাতে হবে। তারপর ডানদিকে নিচে তিনটে বিন্দু দেওয়া একটি অপশন ক্লিক করতে হবে। তারপর ‘অটো স্ক্রল’ ফিচারটি চালু করতে হবে। একবার এই ফিচারটি চালু করে হয়ে গেলে রিলস দেখার সময় আর বারবার স্ক্রল করতে হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরই মধ্যে আইফোনে ইনস্টাগ্রামের নতুন এই ফিচার চলে এসেছে। তবে অ্যান্ড্রয়েডে কবে এটি আসবে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে খুব শিগগির আইফোনের মতো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: ইন্ডিয়া টুডে

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।