নতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৯ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত

সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর অথবা ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৭ সিরিজের মোবাইল বাজারে আনতে পারে।

তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম ও ফিচার। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এয়ার (অথবা স্লিম) স্ট্যান্ডার্ড বাজারে আসবে। তবে আইফোন ১৭ প্রো মডেল নিয়ে একটু আগ্রহ যেন বেশিই।

মাজিন বু এবং সনি ডিকসনের দেওয়া কিছু ছবিতে আইফোন ১৭ সিরিজে রঙের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে আইফোন ১৭-এর ফাঁস হওয়া বেশ কিছু ছবিতে দেখা গেছে কমলা, সবুজ, গোলাপি রঙের ফোন। যা বেশ অবাক করেছে। যদিও উজ্জ্বল রং আইফোনের ক্ষেত্রে নতুন নয়।

তবে ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্সের কমলা রং নিঃসন্দেহে সবচেয়ে বেশি নজর কেড়েছে। প্রো মডেলগুলোর অন্যান্য রঙের বিকল্পগুলোর মধ্যে রয়েছে ধূসর, সাদা, গাঢ় নীল এবং কালো।

এছাড়া আইফোন ১৭ পাঁচটি রঙে পাওয়া যাবে- গোলাপি (আগে হালকা বেগুনি রঙের কথা বলা হয়েছিল), সবুজ, হালকা নীল, সাদা এবং কালো। অন্যদিকে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ এয়ার হালকা নীল, ধূসর, সাদা এবং কালো রঙে দেখা যাচ্ছে।

আরও পড়ুন

সূত্র: গিজমোর চায়না

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।