২.৫ বিলিয়ন গুগল ব্যবহারকারী ঝুঁকিতে

জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় টেক সংস্থা গুগল। বর্তমানে গুগলের রয়েছে ২.৫ বিলিয়ন ব্যবহারকারী। গুগলের এই বিশাল পরিসরে থাকা ব্যবহারকারীদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাম্প্রতিক এক গুরুতর সতর্কতা জারি করা হয়েছে। হ্যাকিংয়ের শিকার হতে যাচ্ছে গুগল। গুগলের বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সম্প্রতি একাধিক নিরাপত্তা বিশেষজ্ঞের রিপোর্টে দেখা গেছে, হ্যাকাররা নতুন নতুন পদ্ধতিতে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা করছে। ই-মেইল হলো ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম, যেখানে ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের লগইন, অফিসিয়াল ডকুমেন্টসহ নানা সংবেদনশীল তথ্য থাকে। ফলে জি-মেইল ব্যবহারকারীদের জন্য সাইবার হুমকি এখন এক বড় চ্যালেঞ্জ।

তবে সচেতনতা ও কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা মেনে চললে আপনার জি-মেইল অ্যাকাউন্ট অনেকাংশে সুরক্ষিত রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন-

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন
কমপক্ষে ১২ অক্ষরের জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে তৈরি করুন। জন্মতারিখ, মোবাইল নাম্বার বা সহজে অনুমেয় তথ্য ব্যবহার করবেন না। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা থেকে বিরত থাকুন।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন
জি-মেইল অ্যাকাউন্টে লগইন করার সময় শুধু পাসওয়ার্ড নয়, সাথে একটি অতিরিক্ত ভেরিফিকেশন কোড ব্যবহার হবে।এই কোড আসতে পারে এসএমএস, কল বা গুগল অথেন্টিকেটর অ্যাপ থেকে। হ্যাকার যদি পাসওয়ার্ড জেনেও ফেলে, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন থাকলে অ্যাকাউন্টে ঢোকা অনেক কঠিন হয়ে যাবে।

ডিভাইস ও লোকেশন মনিটর করুন
জি-মেইল সেটিংসে গিয়ে লাস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি থেকে কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট খোলা আছে, তা নিয়মিত চেক করুন। অচেনা ডিভাইস বা লোকেশন দেখলে সঙ্গে সঙ্গে সাইন আউট করুন।

ফিশিং ই-মেইল থেকে সতর্ক থাকুন
অপরিচিত ই-মেইল থেকে আসা লিঙ্ক বা অ্যাটাচমেন্ট কখনো ক্লিক করবেন না। অনেক সময় অফিস, ব্যাংক বা জনপ্রিয় প্ল্যাটফর্মের নামে নকল ইমেইল আসে। এগুলো সাধারণত ব্যক্তিগত তথ্য চুরি করার ফাঁদ। সন্দেহ হলে ই-মেইলের প্রেরক যাচাই করুন বা সরাসরি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

রিকভারি তথ্য হালনাগাদ রাখুন
আপনার জি-মেইলে রিকভারি ইমেইল ও মোবাইল নাম্বার আপডেট রাখুন। এতে কোনো কারণে অ্যাকাউন্ট হ্যাক হলে বা পাসওয়ার্ড ভুলে গেলে দ্রুত পুনরুদ্ধার করতে পারবেন।

নিরাপদ ব্রাউজার ও অ্যাপ ব্যবহার করুন
সর্বশেষ আপডেট করা ব্রাউজার ব্যবহার করুন। অচেনা এক্সটেনশন বা অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন। পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করার সময় ভিপিএন ব্যবহার করুন, কারণ খোলা নেটওয়ার্ক হ্যাকিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ।

গুগলের সিকিউরিটি চেকআপ ব্যবহার করুন
গুগলের সিকিউরিটি চেকআপ টুল দিয়ে সহজেই দেখা যায় আপনার অ্যাকাউন্ট কতটা সুরক্ষিত। এখানে ঝুঁকিপূর্ণ অ্যাপ, পুরোনো ডিভাইস লগইন বা রিকভারি তথ্যের ঘাটতি থাকলে গুগল পরামর্শ দেয় তা ঠিক করতে।

নিয়মিত সফটওয়্যার ও সিস্টেম আপডেট করুন
স্মার্টফোন বা কম্পিউটারের অপারেটিং সিস্টেম আপডেট রাখা অত্যন্ত জরুরি। পুরোনো সিস্টেমে অনেক সময় সিকিউরিটি দুর্বলতা থেকে যায়, যা হ্যাকাররা কাজে লাগায়।

সূত্র: লাইভ মিন্ট

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।