গুগল ডুডলে বর্ষবরণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ০১ জানুয়ারি ২০২৬
গুগল ডুডলে নতুন বছর

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। আজ গুগলের হোমপেজ খুললেই চোখে পড়ছে ছোট্ট জিআইএফ। ডুডলে উদযাপন করা হচ্ছে বর্ষবরণ।

২০২৬ সালের নববর্ষকে সামনে রেখে গুগল একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে। এ বছরের ডুডলটি নতুন সূচনা এবং ইতিবাচক আশার বার্তা বহন করে। অ্যানিমেটেড ডুডলের শুরুতে দেখা যায় ‘২০২৬’ লেখা একটি নোটবুক, পাশে একটি কলম এবং এক কাপ কফি রাখা। দৃশ্যটি শান্ত এবং সরল, যা নতুন বছরের স্বচ্ছ ও নতুন করে শুরু করার অনুভূতিকে তুলে ধরে।

পরবর্তী দৃশ্যে গুগল লোগোর প্রথম ‘O’-টি বিভিন্ন প্রতীকে রূপান্তরিত হয়। এর মধ্যে রয়েছে ফিটনেসের প্রতীক হিসেবে ডাম্বেল, সৃজনশীলতার প্রতীক হিসেবে সুতা, স্বাস্থ্যকর জীবনের প্রতীক হিসেবে সালাদসহ শেফের টুপি এবং আরাম ও উষ্ণতার প্রতীক হিসেবে হৃদয় চিহ্নসহ কফির কাপ। এগুলো নতুন বছরে নিজের যত্ন নেওয়া, নতুন লক্ষ্য স্থির করা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের বার্তা দেয়।

গুগলের ভাষায়, এই ডুডলটি যেন একটি ‘সর্বজনীন বিরতি বোতাম’ যা মানুষকে একটু থেমে ভেবে দেখা, পরিকল্পনা করা এবং নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা দেয়।

ডুডলের বর্ণনা পৃষ্ঠায় লেখা হয় ‘শুভ নববর্ষ! আজকের দিনটি প্রতিফলন ও পুনরায় শুরু করার একটি সুযোগ। আপনি বড় কোনো লক্ষ্য স্থির করুন কিংবা শুধু একটু শান্ত সময় কাটান আসন্ন বছরের জন্য রইল রঙিন ও সুন্দর শুরুর শুভকামনা। স্বাগতম ২০২৬।’

ডুডলে ক্লিক করলে ১ জানুয়ারির বৈশ্বিক তাৎপর্য এবং বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে কীভাবে দিনটি উদযাপিত হয় সে সম্পর্কিত তথ্য দেখা যায়। এটি মূলত গুগলের ২০২৫ সালের নববর্ষের আগের দিনের ডুডলের ধারাবাহিকতা। আগের ডুডলে উৎসবমুখর আবহ ছিল ঝকঝকে রূপালি বেলুনে লেখা ‘২০২৫’ সংখ্যা সোনালি কনফেটি ও পার্টি পপারের মধ্যে ঘুরে গিয়ে ‘২০২৬’-এ রূপান্তরিত হয়েছিল।

প্রতিবারের মতোই, নতুন বছরের শুরুতে গুগল এই ডুডলের মাধ্যমে বিশ্ববাসীকে নতুন আশা ও ইতিবাচকতার বার্তা দিয়েছে। তবে বিশেষ দিন উপলক্ষে হামেশাই নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। তারপর থেকে যত দিন এগিয়েছে ততই নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই বিশেষ ডুডল।

আরও পড়ুন
গুগল ডুডলে স্টেম শিক্ষায় নারীদের অবদান
গুগল ডুডলে নতুন বছর বরণ

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।