ইউটিউবের থেকেও বেশি আয় হবে এক্সে, ইঙ্গিত ইলন মাস্কের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৬
এক্সে বেশি আয় হবে এমনটাই ইঙ্গিত দিচ্ছেন ইলন মাস্ক

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা দিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। শিগগির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ কনটেন্ট তৈরি করে ইউটিউবের থেকেও বেশি আয় করা সম্ভব হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এক্সের এক ব্যবহারকারীর পোস্টের জবাবে মাস্ক জানান, যদি সঠিক নিয়মনীতি ও স্বচ্ছ মনিটাইজেশন ব্যবস্থা চালু করা যায়, তবে নির্মাতাদের পারিশ্রমিক বাড়ানো যাবে। এ বিষয়ে এক্সের প্রোজেক্ট হেড নিকিতা বিয়েরকে দায়িত্বও দিয়েছেন তিনি।

মাস্ক স্বীকার করেন, বর্তমানে এক্স এখনো কনটেন্ট ক্রিয়েটরদের যথাযথ আয় নিশ্চিত করতে পারছে না। তার ভাষায়, ইউটিউবের পেমেন্ট সিস্টেম তুলনামূলকভাবে বেশি কার্যকর ও সংগঠিত। তাই এক্সে রেভিনিউ শেয়ারিং মডেলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, নতুন ব্যবস্থায় কৃত্রিম এনগেজমেন্ট বা সিস্টেমের অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেবল বাস্তব ভিউ, প্রকৃত দর্শক এবং মানসম্মত কনটেন্টের ওপর ভিত্তি করেই আয় নির্ধারিত হবে। এসব শর্ত পূরণ হলে এক্সে আয় ইউটিউবকেও ছাড়িয়ে যেতে পারে বলেই বিশ্বাস করেন মাস্ক।

বিশেষজ্ঞদের মতে, এ পরিবর্তন বাস্তবায়িত হলে কনটেন্ট ক্রিয়েটরদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। একদিকে ইউটিউবের পাশাপাশি এক্স হয়ে উঠতে পারে শক্তিশালী বিকল্প আয়ের উৎস, অন্যদিকে ছোট ও মাঝারি ক্রিয়েটরদের জন্য আয় করার সুযোগ আরও সহজ হয়ে যাবে। সেই সঙ্গে টেক্সট, ছবি, ভিডিও সব ধরনের কনটেন্ট থেকেই উপার্জনের সুযোগ বাড়বে।

মাস্কের এই মন্তব্যকে ঘিরে ডিজিটাল কনটেন্ট দুনিয়ায় নতুন প্রতিযোগিতার আভাস দেখা যাচ্ছে। এখন সবার নজর, এক্স কবে এবং কীভাবে এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেয়।

আরও পড়ুন
বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন এক্সে
এক্সে আয়ের নতুন নিয়ম আনলেন ইলন মাস্ক

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।