ওয়েবক্যামের মাধ্যমেও ডিভাইসে ম্যালওয়্যার ঢুকে বিপদে ফেলতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ৩১ জানুয়ারি ২০২৬

অনলাইন চ্যাট, অফিসের ভার্চুয়াল মিটিং কিংবা সন্তানদের অনলাইন কোচিং আজকের দিনে এসবের জন্য ওয়েবক্যাম ব্যবহার প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে। করোনা পরবর্তী সময়েও বহু কাজ এখনো অনলাইনেই সারা হচ্ছে। ফলে প্রয়োজন না থাকলেও অনেক সময় ওয়েবক্যাম চালু রাখার অভ্যাস তৈরি হয়েছে। আর এই অভ্যাসই ডেকে আনতে পারে বড়সড় সাইবার বিপদ।

সাইবার অপরাধীরা ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের মাধ্যমে গোপনে ওয়েবক্যামের নিয়ন্ত্রণ নিতে পারে। এর ফলে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করে ব্ল্যাকমেল করা বা দীর্ঘদিন নজরদারির মতো ভয়ংকর ঘটনা ঘটতে পারে।

যে সময় ওয়েবক্যাম ব্যবহারের দরকার নেই, তখন সেটি টেপ বা স্লাইড কভার দিয়ে ঢেকে রাখা ভালো। প্রয়োজন হলে খুলে ব্যবহার করুন, কাজ শেষ হলে আবার ঢেকে দিন। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন বা ট্যাব সব ডিভাইসেই নিয়মিত অ্যান্টিভাইরাস স্ক্যান চালান। স্ক্যানে যদি কোনো সন্দেহজনক স্পাইওয়্যার বা ম্যালওয়্যার ধরা পড়ে, তাহলে দেরি না করে সেটিকে কোয়ারান্টিন বা সম্পূর্ণভাবে ডিলিট করুন। না করে রাখলে বিপদ আরও বাড়তে পারে।

নতুন কোনো অ্যাপ ইনস্টল করার সময় খুব সতর্ক থাকুন। অ্যাপটি কোন কোন পারমিশন চাইছে, বিশেষ করে অপ্রয়োজনে ক্যামেরা অ্যাকসেস নিচ্ছে কি না সেদিকে নজর দেওয়া জরুরি। শুধু লাইসেন্সপ্রাপ্ত অ্যান্টিভাইরাসই নয়, আলাদা করে অ্যান্টি-স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহার করাও নিরাপত্তা বাড়ায়।

অপরিচিত ইমেল আইডি থেকে আসা কোনো ফাইল বা লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। এমনকি পরিচিত কারো কাছ থেকে সন্দেহজনক মেইল এলেও সতর্ক হোন। অনেক সময় ট্রোজান হর্স ধরনের ম্যালওয়্যার ই-মেইল অ্যাটাচমেন্টের মাধ্যমেই ছড়ানো হয়, যা রিমোটলি ওয়েবক্যামের দখল নিতে পারে। প্রয়োজনে সেই ব্যক্তিকেও সতর্ক করুন, যাতে তিনি সেটি আর কাউকে পাঠান না।

সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত শর্ট লিঙ্কের আড়ালেও বিপজ্জনক ম্যালওয়্যার লুকিয়ে থাকতে পারে। তাই এই ধরনের লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ। চাইলে ওয়েবক্যাম ঢেকে রাখার পাশাপাশি ডিভাইসের সেটিংস থেকে ক্যামেরা সম্পূর্ণ ডিসেবল করে রাখতে পারেন। কাজের সময় আবার সেটি এনেবল করে নিলেই হলো।

নিয়মিত অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি আপডেটের সঙ্গে নতুন সিকিউরিটি প্যাচ যুক্ত হয়। একই সঙ্গে ফায়ারওয়াল অন রাখুন এটি আপনার ডিভাইসে আসা-যাওয়া করা সব নেটওয়ার্ক ট্র্যাফিকের উপর নজর রেখে একটি সুরক্ষা বলয় তৈরি করে।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।