স্মার্টফোনে ফুল পেজ স্ক্রিনশট নেবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৫ নভেম্বর ২০২২

বর্তমানে ছেলে বুড়ো সবার হাতেই স্মার্টফোন। দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দিচ্ছেন স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে। কেউ আবার অফিসিয়াল বিভিন্ন কাজ করেন, কেউ আবার ক্লাসের পড়াগুলো রাখেন স্মার্টফোনে। অনেক সময় গুরুত্বপূর্ণ নথি, ছবি বা মেসেজ স্টোর করে রাখেন। তবে তাড়াহুড়ায় সেভ না করে খুব সহজে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।

অনেক সময় স্মার্টফোনের মাধ্যমে ওয়েবসাইটে কাজ করার সময় ফুল পেজ স্ক্রিনশট তোলার প্রয়োজন হয়। এজন্য স্মার্টফোনের ব্যবহারকারীরা এক একটি পেজের স্ক্রিনশট তোলেন। এরপর সেটি আলাদা আলাদা শেয়ার করেন। কিন্তু খুব সহজ উপায়েই কিন্তু পুরো ফাইলের বাঁ পেজের স্ক্রিনশট নেওয়া যায়।

এজন্য গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটির সাহায্যেই ফুল পেজ স্ক্রিনশট নেওয়া সম্ভব। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপের মাধ্যমে কীভাবে স্মার্টফোনে ফুল পেজ স্ক্রিনশট নিতে পারবেন-

>> প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ScreenMaster: Screenshot & Longhot Photo markup অ্যাপটি ডাউনলোড করুন।
>> এরপর অ্যাপটি ওপেন করে টার্ন অফ স্ক্রিন ক্যাপচার অপশনে ক্লিক করুন।
>> এবার ওয়েবসাইটটিকে জুম করে ছোট করে নিন।
>> পুরো পেজ স্ক্রিনে আসার পরে স্ক্রিন ক্যাপচার অন করুন।
>> এরপর একসঙ্গে ফুল পেজের স্ক্রিনশট নিতে পারবেন।
>> স্ক্রিনশট শেয়ার করতে সেন্ড বাটনে ক্লিক করুন।

সূত্র: এপিকে মিরর

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।