গুগল ম্যাপে খেলা যাবে স্নেক গেম

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

ফিচার ফোনের সেই জনপ্রিয় স্নেক গেমের কথা মনে আছে নিশ্চয়ই। নব্বই দশকের পর যারা ফিচার ফোন ব্যবহার করতেন তারা এই গেমের কথা হয়তো ভুলতে পারেননি আজও। স্মার্টফোনের নানান ধরনের গেমের মধ্যেও খুঁজে ফেরেন স্নেক গেম। এখনো এই গেম দেখলে নস্টালজিয়া হয়ে যান অনেকে।

তবে এখন আর স্নেক গেম স্মৃতি নয়, আপনার স্মার্টফোনেই খেলতে পারবেন এই গেম। গুগল ম্যাপ থেকেও স্নেক গেমস খেলতে পারেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ ভার্সনের গুগল ম্যাপস থেকে এই গেমটি সরাসরি খেলা যাবে। যে কোনো জায়গা থেকেই গেমটি আপনি খেলতে পারবেন।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে চালু করা হয়েছে গেমটি। কাইরো, লন্ডন, সান ফ্রান্সিসকো, সাউ পাওলো, সিডনি এবং টোকিও শহরের গুগল ম্যাপ ব্যবহারকারীরা স্নেক গেম পেয়ে গেছেন তাদের ডিভাইসে। তবে একটি বিষয় অবশ্যই জেনে রাখুন, সেটি হচ্ছে ফিচার ফোনের মতো ইন্টারনেট কানেকশন ছাড়া গেমটি খেলতে পারবেন না। গুগল ম্যাপস থেকে স্নেক গেমস খেলতে হলে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপে গেমটি খেলতে পারবেন-

>> প্রথমে অ্যান্ড্রয়েড, আইওএস ফোন থেকে snake.googlemaps.com লিঙ্কে চলে যান।

>> উপরের ডান দিকের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন।

>> এখানে ‘প্লে স্নেক’ অপশনটি দেখতে পাবেন। যদি না পান, তাহলে অ্যাপটি একবার রিস্টার্ট করে নিন।

>> একটা নতুন অপশন দেখতে পাবেন মেনু থেকে।

>> এবার ‘প্লে’ বাটনে ক্লিক করুলেই গেমটি শুরু হবে।

>> আপনি যে শহর এক্সপ্লোর করতে চান, সেই শহরটি বেছে নিন স্নেক গেমস থেকেই। পাশাপাশি আপনার গন্তব্যটিও বেছে নিতে পারবেন এখানে।

সূত্র: গ্যাজেটস নাও

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।