অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য ছড়ালে জানাবে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৮ আগস্ট ২০২৩

বর্তমানে সবাই ইন্টারনেট ব্যবহার করছেন প্রতি মুহূর্তে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য, ছবি শেয়ার করছেন। তবে এই অনলাইনের যুগে যে কোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। প্রযুক্তির উন্নতির সঙ্গে বাড়ছে অনলাইন প্রতারণাও।

বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনার কথা মাঝে মধ্যেই শোনা যায়। অনেক সময় আপনি হয়তো জানতেও পারেন না আপনার ব্যক্তিগত ডেটা অনলাইন ঘুরে বেড়াচ্ছে। তবে এবার আপনার কোনো ব্যক্তিগত তথ্য যদি অনলাইনে ছড়িয়েও পড়ে তা গুগল আপনাকে নিজেই জানিয়ে দেবে।

বিজ্ঞাপন

গুগলের মোবাইল এবং ওয়েব প্ল্যাটফর্মের জন্য রয়েছে ‘রেজাল্ট অ্যাবাউট ইউ’ ড্যাশবোর্ড ফিচার। সেই ড্যাশবোর্ডটিই আপডেট করে নয়া ফিচার যোগ করেছে এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম। একটা সময় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কি না জানতে বহু কাঠখড় পোড়াতে হত। তবে এখন তা একেবারে জলের মতো সহজ করে দিয়েছে গুগল।

আরও পড়ুন: ব্লুটুথের মাধ্যমে কেউ নজর রাখছে কি না জানবেন যেভাবে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘রেজাল্ট অ্যাবাউট ইউ’ ড্যাশবোর্ডে নিজের নাম-পরিচয় দিলে সে নিজেই খোঁজার কাজটি করে দেবে। যে যে ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য রয়েছে, সেগুলো আপনার সামনে তুলে ধরা হবে। এবার আপনি সেই ওয়েব পেজগুলোতে গিয়ে দেখে নিতে পারবেন আপনার কোন তথ্য ফাঁস হয়ে গিয়েছে।

এমনকি কোনো ওয়েব পেজে আপনার ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেইল আইডি খুঁজে পাওয়া গেলে, নোটিফিকেশনের মাধ্যমে তা আপনাকে নিজেই জানিয়ে দেবে গুগল। ফলে সঙ্গে সঙ্গে সেগুলো মুছে দেওয়ার আবেদনও করে দিতে পারবেন। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা অনেকটাই সহজ হবে এবং নিরাপদ থাকা যাবে প্রতারণার হাত থেকেও। ফিচারটি বর্তমানে শুধু আমেরিকায় চালু হয়েছে। খুব শিগগির বিশ্বে একাধিক ভাষায় এই পরিষেবা চালু হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।