ইউটিউবে যুক্ত হচ্ছে গুগলের এআই ‘বার্ড’

গুগলের এআই গুগল বার্ড এরই মধ্যে চালু হয়েছে। সারাবিশ্বে যেখানে সর্বত্র এআইয়ের ব্যবহার সেখানে গুগল কেন পিছিয়ে থাকবে। ওপেনআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গুগল তাদের এআই নিয়ে হাজির হয়। এবার এই এআই যুক্ত হচ্ছে গুগলের আরেক প্ল্যাটফর্ম ইউটিউবেও।
চ্যাটজিপিটিকে টক্কর দিতে কয়েক মাস আগেই গুগল বার্ড এআই লঞ্চ করে। তারপর থেকেই সার্চ-ইঞ্জিন জায়ান্টটি তার চ্যাটবটটিকে আরও উন্নত করার জন্য একাধিক কাজ করে গিয়েছে। আরও বেশি সংখ্যক মানুষের কাছে চ্যাটবটটিকে পৌঁছে দিতে তাতে আরও নতুন কিছু ফিচার্স যোগ করা হয়।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে নতুন ফিচার
বার্ড এআই চ্যাটবটে যে নতুন ফিচার যোগ করা হয়েছে, তা হলো বার্ট এক্সটেনশন। এই এক্সটেনশন ব্যবহার করে বার্ড বেশ কিছু প্রাসঙ্গিক তথ্যও পাবে অন্যান্য সব গুগল প্রোডাক্ট থেকে। তার ফলে আপনার প্রাত্যহিক ব্যবহারের বিভিন্ন গুগল প্রোডাক্ট যেমন, জি-মেইল, ডকস, ড্রাইভ, ম্যাপস, ইউটিউবসহ আরও একাধিক পরিষেবায় এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোঁয়া থাকবে।
এসব প্ল্যাটফর্মে বার্ড এআই ব্যবহারে পাবেন নানান সুবিধা। বার্ড যদি গুগলের সব ক্ষেত্রে চলে আসে, তাহলে একাধিক দিক থেকে আপনি উপকৃত হবেন। আপনি যদি বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন এবং গুগলে যদি এসব বিষয়ে অনুসন্ধান করেন, ডেটগুলো বলে দেন, তাহলে জি-মেইল আপনার হয়ে ই-মেইল লিখে দেবে, রিয়্যাল টাইম ভিত্তিতে আপনার জন্য হোটেল খুঁজতে পারে, এমনকি ফ্লাইটের সব তথ্যও আপনার সামনে হাজির করতে পারে।
এয়ারপোর্ট থেকে আপনাকে ম্যাপ দেখিয়ে ডিরেকশন বের করে দেওয়া, ইউটিউব ভিডিও দেখিয়ে জনপ্রিয় বিভিন্ন জায়গার সন্ধান আপনাকে দিতে পারে। আর এই সব কিছুই সম্ভব বার্ডের সঙ্গে কথোপকথনের মাধ্যমে।
আপনি যদি নতুন চাকরিতে আবেদন করেন, সেক্ষেত্রে Drive থেকে আপনার রিজিউম বের করে আপনার কাজ, অভিজ্ঞতা-সহ একাধিক বিষয়ে জন্য ছোট্ট প্যারাগ্রাফ লিখে একটা কভার লেটার পর্যন্ত বানিয়ে দিতে পারে গুগল বার্ড এআই।
সূত্র: দ্য ভার্জ
কেএসকে/এএসএম