হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভয়েস মেসেজ পাঠানো যাবে

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে চ্যানেল। অর্থাৎ ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন চ্যানেল খুলতে পারবেন এই প্ল্যাটফর্মেই। এমনকি আয়ও করা যাবে এখান থেকে। সংস্থার দাবি, এই পরিবর্তন আসলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করবে।
এবার মেটার মালিকানাধীন অ্যাপটি চ্যানেলগুলোতে ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করতে দেবে। হোয়াটসঅ্যাপ বর্তমানে চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটররা তাদের ফোলোয়ারদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে পারবেন। অ্যান্ড্রয়েড ২.২৩.২৩.২ আপডেট পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপ বিটায়। গুগল প্লে স্টোর থেকে আপডেট করিয়ে নিতে হবে।
খুব শিগগির চ্যানেলের মাধ্যমে ভয়েস মেসেজ শেয়ার করা সম্ভব। বর্তমানে, টেক্সট মেসেজ, ফোটো, ভিডিও এবং জিআইএফ শেয়ার করা সম্ভব চ্যানেলের মাধ্যমে।
আরও পড়ুন: এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন যেভাবে
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করা গেলে শুধু টেক্সট মেসেজের তুলনায় আরও ভাল যোগাযোগ তৈরি করতে পারবে। এই ফিচারগুলি অবশ্যই চ্যানেল ফলোয়ারদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করবে।
এছাড়া ভয়েস মেসেজ এবং স্টিকার শেয়ার করার ক্ষমতা পেলে আপডেট শেয়ারিং এর মাধ্যমে আরও দক্ষ যোগাযোগের মাধ্যমে চ্যানেলটিকে উন্নত করা সম্ভব হবে। এই ফিচারগুলি চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটরদের সাহায্য করবে যাতে তারা চ্যানেলগুলোকে আরও আকর্ষণীয় করে তুলে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এএসএম