আইসিটি শ্বেতপত্র প্রণয়নে অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়ে আহ্বান সরকারের

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনিয়ম ও অপব্যবস্থাপনার তদন্ত এবং বিশ্লেষণের মাধ্যমে একটি শ্বেতপত্র প্রস্তুত করতে টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
প্রখ্যাত উন্নয়ন অর্থনীতিবিদ ড. এম. নিয়াজ আসাদুল্লাহর নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে। সর্বশেষ বৈঠকে নাগরিক ও বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণের মাধ্যমে শ্বেতপত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা আইসিটি খাতে দুর্নীতি বা অনিয়ম সম্পর্কে তথ্য রাখেন, তারা নির্ধারিত চ্যানেলের মাধ্যমে তা জানাতে পারবেন।
তথ্য পাঠানোর মাধ্যম
ইমেইল ictwhitepaperbd2025@gmail.com, ফেসবুক facebook.com/ictwhitepaperbd2025, লিংকডইন linkedin.com/company/ictwhitepaperbd2025
এছাড়া সরাসরি অফিসে জমা দেওয়া যাবে। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের ৭ম তলায় ৭০৭ নম্বর রুমে তথ্য জমা দেওয়া যাবে।
যেসব বিষয়ে তথ্য দেওয়া যাবে তার মধ্যে রয়েছে- টেন্ডার প্রক্রিয়ায় কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্প নির্ধারণ। এছাড়াও রয়েছে প্রকল্প বাস্তবায়নে আইনি ব্যত্যয়, অন্য যে কোনো অনিয়ম বা অপচয় বিষয়ে।
প্রাপ্ত সব তথ্য গোপনীয়তা বজায় রেখে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমডিএইচআর/কেএসআর