নওগাঁয় ফ্রি ওয়াইফাই চালু


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

তরুণ প্রজন্মকে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষে নওগাঁয় ‘ফ্রি ওয়াইফাই ইন্টারনেট’ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের ব্রিজ মোড় সন্ধ্যা টাওয়ার (সাবেক ঢাকা ম্যানশন) ‘নীল পদ্ম অ্যাড ফার্ম’ এর পরিবারের পক্ষ থেকে ‘ফ্রি ওয়াইফাই ইন্টারনেট’ চালু করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান আলী।

উপস্থিত ছিলেন সন্ধ্যা টাওয়ারের মালিক কানু শাহা, সাংবাদিক আজাদ হোসেন মুরাদ ও শফিক ছোটন এবং ওয়াইফাই পৃষ্ঠপোষক শামীনুর রহমান শামিমসহ গণ্যমান ব্যাক্তিরা।

২৪ ঘণ্টা এ ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ২০০ ফিটের মধ্যে সংযোগ পাওয়া যাবে বলে জানান পৃষ্ঠপোষক শামীনুর রহমান শামিম।

আব্বাস আলী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।