এবার আসছে মার্সিডিজের চালকবিহীন বাস


প্রকাশিত: ০৫:২৫ এএম, ০২ নভেম্বর ২০১৬

চালকবিহীন গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে অনেকদিন ধরেই। এ কাজে টেক জায়ান্ট গুগুল অনেকটাই এগিয়েছে। তাদের পর এবার নেদারল্যান্ডসের রাস্তায় চালকবিহীন বাসের পরীক্ষামূলকভাবে চালনা সম্পন্ন হয়েছে জার্মানির বিখ্যাত ব্রান্ড জায়ান্ট মার্সিডিজ বেঞ্জের।

জানাগেছে জার্মান অটোমোবাইল সংস্থা ‘দাইমার আগ’ রাস্তায় নামিয়েছিলো  মার্সিডিজ বেঞ্জের চালকবিহীন বা অটোম্যাটিক বাস। মহাসড়কে নামানোর পর বাসটি যেমন নিজেই গতি বাড়িয়েছে, তেমনি আবার পথচারীদের দেখে গতি কমিয়ে থেমেও গেছে। ২০ কিলোমিটার রাস্তায় সয়ংক্রিয় পদ্ধতিতে চলেছে গাড়িটি। ঠিকঠাকভাবে স্টপেজ থেকে যাত্রীদের নিয়ে আবার ঠিকমতো তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে।

তবে যেহেতু পরীক্ষামূলকভাবে প্রথমবার বাসটি রাস্তায় নামানো হয়ে তাই চালকের আসনে একজন বসে থাকলেও তাকে কোনো কষ্ট করতে হয়নি। মার্সিডিজ বেঞ্জ এই বাসটির নাম দিয়েছে ‘ফিউচার বাস’।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।