সমগ্র ঢাকায় ফুড মার্ট

মার্চ মাস থেকে পুরো রাজধানী জুড়ে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ফুড মার্ট’র কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে সমগ্র ঢাকার ভোজন রসিকরা রাজধানীর জনপ্রিয় রেন্টুরেন্টের খাবার অনলাইনে ফুড মার্টের মাধ্যমে অর্ডার করতে পারবে।
ফুড মার্টের মাধ্যমে খাবার অর্ডার দিলে ডেলিভারী চার্জ ফ্রি। ফুড মার্টের ক্যাশ অন ডেলিভারী ছাড়াও রয়েছে অনলাইন পেমেন্ট করার সুবিধা, বিশ্বের যেকোন দেশ থেকে পেমেন্ট করা যায় অনায়াসে।
ফুড মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন বলেন, গত বছরের নভেম্বর মাসে দেশিয় প্রতিষ্ঠান ফুড মার্টে’র কার্যক্রম শুরু হয়। প্রথমত আমরা রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকাতে আসতে সক্ষম হয়, গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষে এ মাসে পুরো রাজধানীতে আমাদের কার্যক্রম শুরু হয়। অনলাইনের মাধ্যমে খাবারের চাহিদার কথা জানালে এক ঘণ্টার মধ্যে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে ফুড মার্টের কর্মীরা।
এআরএস