এভারেস্টে ফাইভ-জি সেবা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ০৩ মে ২০২০

এভারেস্ট অভিযাত্রীরা এবার মোবাইল ফোনে ফাইভ-জি সেবা পাবেন। তিব্বতের দিকে হিমালয়ে ৬৫০০ মিটার উচ্চতায় সম্প্রতি চালু হয়েছে ফাইভ-জি সেবা।

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, বেস স্টেশন ছাড়া ৫৩০০ মিটার ও ৫৮০০ মিটার উচ্চতায় চালু হয়েছে ওই সেবা।

গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযাত্রী ও গবেষকরা ওই ফাইভ-জি সেবা থেকে উপকৃত হবেন। সেবাটি চালু করেছে হুয়াওয়ে ও চায়না মোবাইল।

চায়না মোবাইলের তিব্বত শাখার প্রধান জাউ মিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফাইভ-জি সেবা বাণিজ্যিক ভাবে চালু কারণে পর্বত অভিযাত্রী, পর্যটক ও এলাকার মানুষ এর থেকে উপকৃত হবেন।

উদ্যোক্তা প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ৫৩০০ মিটার উচ্চতায় ফাইভ-জির ডাউনলোড স্পিড হবে ১.৬৬ গিগাবাইটের বেশি। অন্যাদিকে আপলোড স্পিড হবে ২১৫ এমবিপিএস।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।