বাড়ি থেকে আজীবন কাজ করবেন এই প্রতিষ্ঠান কর্মীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৪ মে ২০২০

অডিও শুনুন

লকডাউনের কারণে বিশ্বজুড়ে অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। প্রায় দু’মাস ধরে চলা লকডাউনে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ অভ্যস্ত হয়ে উঠেছেন অনেকেই।

তবে লকডাউন উঠে গেলেও আর অফিস যাওয়ার প্রয়োজন নেই বলে কর্মীদের জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠান।

চাকরি হারাবেন না, আজীবন ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থায় কাজ করবেন তারা। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার।

টুইটার জানায়, লকডাউন উঠে গেলেও তাদের কর্মীরা বাড়ি থেকেই স্থায়ী ভাবে কাজ করতে পারবেন ‘আজীবন’! অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের মতোই টুইটারের কর্মীরাও লকডাউনের কারনে বাড়ি থেকেই কাজের চাপ সামলাচ্ছিলেন।

আগামী সেপ্টেম্বরের আগে অফিসে আসার যে কোনও সম্ভাবনা নেই, তা আগেই কর্মীদের জানিয়ে দিয়েছিল টুইটার। এবার জোড়ালো ভাবেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থাকেই চালু করে দিল।

টুইটার জানিয়েছে, লকডাউনে গত কয়েক মাসে তাদের কর্মীরা এটা প্রমাণ করে দিয়েছেন যে, বাড়ি থেকেও সমান ভাবে কাজ করা সম্ভব। তাই বাড়ি থেকেই যদি সুষ্ঠুভাবে অফিসের সব কাজ করা যায়, সে ক্ষেত্রে অফিসে আসার প্রয়োজন কোথায়! তাই ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থাই স্থায়ীভাবে চালু করে দেওয়া হল।

টুইটার আরো জানিয়েছে, অফিস কবে খুলবে সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অফিস খুললেও, অফিসের পরিবেশ আগের অবস্থায় ফিরতে বা স্বাভাবিক ছন্দে ফিরতে অনেকটা সময় লাগবে। তাই কর্মীরা অফিসে এসে কাজে যোগ দিতে চাইলে, তাঁদের নিজেদের দায়িত্বেই আসতে হবে।

জিনিউজ/এএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।