মোবাইল ফোনের বৈধতা যাচাই চারদিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২২ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মোবাইল ফোন হ্যান্ডসেটের বৈধতা যাচাই (আইএমইআই) সংক্রান্ত সেবা চারদিনের জন্য বন্ধ থাকবে। এনএআইডি সিস্টেম স্থানান্তরের জন্য শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখা হবে।

বিটিআরসি শুক্রবার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে গ্রাহকদের এ তথ্য জানিয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিও জারি করেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ১৬০০২ কোডের মাধ্যমে মোবাইল ফোনের বৈধতা যাচাই সংক্রান্ত বিদ্যমান সেবা ২২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিটিআরসি সূত্র জানিয়েছে, আইএমইআই ডাটাবেজ অ্যান্ড এনওসি অটোমেশন সিস্টেমের (এনএআইডি) কার্যক্রম বিটিআরসির নবনির্মিত ভবনে স্থানান্তর করা হবে। এ কারণে চারদিন হ্যান্ডসেটের বৈধতা যাচাইকরণ সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বিটিআরসির এনএআইডি সিস্টেমের মাধ্যমে মোবাইল ফোনের গ্রাহকরা ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে একটি Space দিয়ে ১৫ ডিজিটের IMEI নম্বর লেখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে মোবাইলফোন হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে পারেন।

এএএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।