রাস্তায় বারবার বাইক বন্ধ হয়ে যাচ্ছে, যা করবেন

সারাক্ষণ যত্নআত্তিতেই রাখেন শখের মোটরবাইকটি। সামান্য অবহেলা পেলেই যেন বাইকটি মন খারাপ করে বসে। আসলেই কিন্তু তাই। অবহেলা এবং সঠিকভাবে নিয়মিত পরিচর্চা না করলে বাইকের নানান সমস্যা দেখা দেয়।
তবে অনেক সময় দেখা যায় বাইক চালাতে চালাতে হঠাৎ রাস্তার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। বিরক্ত তো হোন, সঙ্গে ঝামেলাও পোহাতে হয়। টু হুইলার বিশেষজ্ঞরা বলছেন, অনেক কারণে এই সমস্যা হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক কেন এমনটা হতে পারে এবং এর সমাধান কীভাবে করতে পারেন-
জ্বালানির ঘাটতি
ট্যাঙ্কে ফুয়েল কম থাকলে বাইক চলতে চলতে বারবার বন্ধ হয়ে যেতে পারে। এমনটা ঘটলে সবার আগে ফুয়েল কতটুকু আছে দেখা উচিত। কম থাকলে রিফিল করে নিন।
স্পার্ক প্লাগ
স্পার্ক প্লাগ খারাপ হলে বা ময়লা থাকলে ইঞ্জিনে সঠিকভাবে স্পার্ক তৈরি হয় না। ফলে বাইক বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে স্পার্ক প্লাগ খুলে ভালোভাবে পরিষ্কার করতে হবে।
ফুয়েল ফিল্টার
ফুয়েল ফিল্টার বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এতে নোংরা জমলে ইঞ্জিনে ঠিক মতো ফুয়েল পৌঁছাতে পারে না। তখন বাইক বারবার বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই ফুয়েল ফিল্টার পরিষ্কার করে নিতে হবে। প্রয়োজনে পরিবর্তন করে নিন।
ব্যাটারি
ব্যাটারি খারাপ থাকলে ইঞ্জিন স্টার্ট করতে সমস্যা হয়। বাইক চলতে চলতে বারবার বন্ধ হয়ে গেলে ব্যাটারি পরীক্ষা করে দেখা উচিত। সবার আগে ব্যাটারির টার্মিনাল পরিষ্কার করতে হবে। তারপর চার্জ দিতে হবে। আর ব্যাটারি খারাপ হয়ে গেলে বদলাতে হবে।
ইঞ্জিন অয়েল
ইঞ্জিন অয়েল খারাপ হলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। তখন বারবার বাইক বন্ধ হয়ে যায়। তাই নির্দিষ্ট সময় অন্তর ইঞ্জিন অয়েল পাল্টানোর পরামর্শ দেন টু হুইলার বিশেষজ্ঞরা। বারবার বন্ধ হয়ে গেলে ইঞ্জিন অয়েলের লেভেল দেখতে হবে। কম থাকলে ভর্তি করতে হবে। আর খারাপ থাকলে পাল্টাতে হবে।
কার্বুরেটর
কার্বরেটরে ময়লা জমলে বাইক চলতে চলতে বারবার বন্ধ হয়ে যেতে পারে। পরিষ্কার করতে হবে।
ইগনিশন কয়েল
ইগনিশন কয়েল বন্ধ হয়ে গেলেও বাইক বন্ধ হয়ে যেতে পারে। এটাও দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে।
সেন্সর
বাইকে বিভিন্ন সেন্সর থাকে। সেগুলোর একটাও যদি খারাপ হয়, বাইক বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে মেকানিকের কাছে নিয়ে যাওয়াই ভালো।
ওভারহিটিং
ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলেও বাইক বন্ধ হয়ে যায়। সবার আগে ইঞ্জিন ঠান্ডা করতে হবে। তারপর স্টার্ট দিলে ফের বাইক চলতে শুরু করবে।
কেএসকে/জিকেএস