বাণী-বচন : ০৫ সেপ্টেম্বর ২০১৯

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯

দয়া
আর্তের প্রতি যে বিশেষ প্রীতি-ভাব, তাহাই দয়া।– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

দয়া, মায়া, করুণা সহজে ফটক দিয়ে প্রবেশ করে না।– ই. এ. রবিনসন

বিজ্ঞাপন

দয়া হতেই দয়া জন্মায়।– সফোক্লিস

যার দয়া ও সহানুভূতি নেই- তার প্রকৃতপক্ষে কোন গুণই নেই।– রোনাল্ড ডিকি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দয়া একটি সোনার শিকল যা দ্বারা সমাজ একত্রিতভাবে বাঁধা আছে।– গ্যেটে

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বচন
আগে তিতা
পাছে মিঠা।
অর্থ : আহারের প্রথমে তিতা এবং সর্বশেষে মিষ্টদ্রব্য গ্রহণ করা ভাল- এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।