রিপনের ধন্যবাদ দেওয়ার তালিকাও বেশ লম্বা!
০৩:২৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৬, শুক্রবারশেষ ওভারের সমীকরণ ৭ রানের। প্রথম বলে উইকেট, পরের বলে চার, তৃতীয় বল ডট গেলেও চতুর্থ বলে হলো ২ রান। ম্যাচ সমতায়, শেষ দুই বলে লাগে ১ রান। এমন অবস্থা থেকেই রংপুর ম্যাচ জিততে পারেনি। এরপর সুপার ওভারে করতে পারে সর্বসাকুল্যে ৬ রান। টুর্নামেন্টের হট ফেভারিট রংপুর রাইডার্সকে এভাবে হারানোয় রাজশাহী ওয়ারিয়র্স এর নায়ক রিপন মন্ডল।