এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিলকে সংবর্ধনা

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৫
অতিথিদের সঙ্গে পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল, ছবি: সংগৃহীত

এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিলকে সংবর্ধনা দিয়েছে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ। ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নিলীমা ইব্রাহিম মিলনায়তনে শাকিলকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প শোনান তিনি।

‘মঞ্চ থেকে শিখরে’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুইবারের এভারেস্টজয়ী এমএ মুহিত, অ্যান্টার্কটিকা ও সুমেরীয় অভিযাত্রী ইনাম আল হক, নাট্যব্যক্তিত্ব দেবাশীষ ঘোষ এবং ড. আইরিন পারভীন লোপা।

এমএ মুহিত বলেন, ‘পর্বতারোহণের জন্য শাকিল খুবই সিরিয়াস। শুরুর দিকে যখন তাকে দেখেছি; তখনই মনে হয়েছে সে টেকনিক্যালি সাউন্ড। এই অ্যাডভেঞ্চারে এটা খুবই পজিটিভ। আগামীতে সে আরও ভালো করবে এই প্রত্যাশা করছি।’

আরও পড়ুন
শাকিল ও তাশির আলোকচিত্র দেখলো বাংলাদেশ
শাকিলের এভারেস্ট জয়ের গল্প ও পতাকা প্রত্যর্পণ

ইনাম আল হক বলেন, ‘শাকিলের মতো সন্তান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সে যে অবস্থান থেকে উঠে এসেছে, তা অনুপ্রেরণার। সে খুব সহজেই সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে। এমন মানুষ এখনো আছে বলেই পৃথিবীটা সুন্দর।’

শুধু পর্বতারোহণই নয়, পদাতিক নাট্য সংসদের সদস্য শাকিল। দলটির সাথে শৈশব থেকেই যুক্ত আছেন। স্বাভাবিকভাবেই দলের কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়ে আপ্লুত তিনি। শাকিল বলেন, ‘আজকের দিনটি আমার জন্য সত্যিই বিশেষ। যাদের হাত ধরে চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। স্বপ্ন দেখা শুরু করেছি। আজ তাদের থেকে সম্মাননা পেয়ে আনন্দিত বোধ করছি।’

পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের দলপ্রধান সাবিল রেজা চৌধুরি বলেন, ‘আমরা নাটকের মানুষ কিছুটা উন্মাদের মতো। মঞ্চের জন্য আমাদের কত আয়োজন করতে হয়। শাকিল ফসলের মাঠ থেকে মঞ্চে এসেছিল। এখন আমাদের থিয়েটারের গর্ব। সে আমাদের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। শাকিল একা নয়; আমরা সর্বদা তার পাশে আছি, থাকবো।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।