এভারেস্ট জয়

সুস্থ আছেন শাকিল, প্রাণ-আরএফএল গ্রুপের শুভেচ্ছা

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২০ মে ২০২৫

মাউন্ট এভারেস্ট জয় করে সুস্থভাবে বেসক্যাম্পে পৌঁছেছেন ইকরামুল হাসান শাকিল। ২০ মে দুপুর সাড়ে ১২টায় ইকরামুল হাসান শাকিল পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইকরামুল হাসান শাকিল পেজে উল্লেখ করা হয়েছে, ‘শাকিল সুস্থভাবে বেসক্যাম্পে নেমে এসেছেন। তবে ৮০০০ মিটার চড়াইয়ের ধকল এখনো রয়ে গেছে। সুস্থ হয়ে উঠুক এ শুভ কামনা।’

তার এ সফল অভিযানে শুভেচ্ছা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ এবং অঙ্গপ্রতিষ্ঠান মি. নুডলস। একই দিনে প্রতিষ্ঠানের দুটি পেজ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের পেজে লেখা হয়েছে, ‘পায়ে হেঁটে কতদূর যাওয়া যায়? যখন লক্ষ্য অটুট থাকে, নিজের ওপর বিশ্বাস অটল থাকে, কোটি মানুষের ভালোবাসা পাশে থাকে আর প্রাণের বাংলাদেশ হৃদয়ে থাকে—তখন পায়ে হেঁটে পৌঁছানো যায় পৃথিবীর সর্বোচ্চ চূড়াতেও!

বাংলাদেশের সাহসী সন্তান ইকরামুল হাসান শাকিল সি টু সামিট অভিযাত্রায় ঠিক তেমনটাই করে দেখিয়েছেন। পলিথিন দূষণ হ্রাস ও কার্বন নিঃসরণ রোধে সবাইকে সচেতন করতে তিনি কক্সবাজার থেকে পায়ে হেঁটে বিশ্বের সর্বকনিষ্ঠ অভিযাত্রিক হিসেবে মাত্র ৮৪ দিনে পাড়ি দিয়েছেন ১৩৭২ কিলোমিটার এবং পৌঁছে গেছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত চূড়া মাউন্ট এভারেস্টে। গড়েছেন ৩টি বিশ্বরেকর্ড। এই অসাধারণ অভিযাত্রায় গর্বিত স্পন্সর হিসেবে শাকিলের সাথে থাকতে পেরে প্রাণ পরিবার আনন্দিত ও অনুপ্রাণিত।’

মি. নুডলস পেজে লেখা হয়েছে, ‘সি টু সামিট অভিযাত্রায় স্ন্যাকস পার্টনার মি. নুডলসকে সাথে নিয়ে বাংলাদেশের শাকিল পায়ে হেঁটে জয় করেছেন মাউন্ট এভারেস্ট, গড়েছেন অনন্য ৩টি বিশ্বরেকর্ড। তাঁকে জানাই অভিনন্দন। দুঃসাহসিক এই অর্জনে শাকিলের সাথে থাকতে পেরে মি. নুডলস আনন্দিত ও গর্বিত।’

এই যাত্রাপথের প্রধান পৃষ্ঠপোষক শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। স্ন্যাকস পার্টনার নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’। রেডিও পার্টনার জাগো এফএম, নিউজ পার্টনার জাগোনিউজ২৪.কম। গিয়ার পার্টনার মাকালু-ই-ট্রেডার্স নেপাল। ওরাল হেলথ পার্টনার সিস্টেমা টুথব্রাশ।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।