৭ই মার্চ উপলক্ষে শিশু একাডেমির র্যালি
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ শিশু একাডেমি। সোমবার সকাল ১০টায় একাডেমির পরিচালক মোশাররফ হোসেনের নেতৃত্বে এই শোভাযাত্রাটি বের হয়।
৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। বাংলার আকাশ জুড়ে আজ উড়ছে লাল সবুজ বিজয়ের পতাকা। মুক্তিযুদ্ধের চেতনাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
একাডেমির কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষণের শিশুরা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শাহবাগ থেকে বাংলাদেশ শিশু একাডেমী পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে এই আনন্দ শোভাযাত্রা হয়।
জেএইচ/এমএস