আন্তর্জাতিক নারী দিবসে চট্টগ্রামে পুলিশের র‌্যালি


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৮ মার্চ ২০১৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ স্লোগানে র‌্যালিটি দামপাড়া পুলিশ লাইন হতে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন আজ থেকে প্রায় ১০০ বছর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নারীদের সমান অধিকারের স্বপ্ন দেখেছেন। তারও বহু পূর্বে কবি সুফিয়া কামাল নারী-পুরুষের সমান অধিকারের স্বপ্ন দেখেছেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছে এবং নারী-পুরুষের সমান অধিকার বাস্তবায়নের মাধ্যমে এভাবেই সংসার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে ওই র‌্যালিতে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদ মর্যাদার নারী ও পুরুষ পুলিশ সদস্য এবং ইউকেএইট, পিএসটিসি, একশন এইড এর বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

জীবন মুছা/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।