কন্যাশিশুদের গুরুত্ব না দিয়ে উন্নয়ন সম্ভব নয়


প্রকাশিত: ০৪:১৪ এএম, ০৯ মার্চ ২০১৬

দেশের দুই কোটি কন্যাশিশুকে গুরুত্ব না দিয়ে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্ভোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের পরিণত করার স্বপ্ন দেখছেন। তার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কিশোরী ও কন্যা শিশুদের স্বাভাবিক বিকাশের সুযোগ সৃষ্টি করতে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।

আন্তজার্তিক নারী দিবস ২০১৬ উপলক্ষে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেমি ফোরামের উদ্যোগে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শিশু একাডেমি চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এমইউ/এসকেডি/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।