ইউটিউব আলোচনায় মাহী (ভিডিও)


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ৩০ নভেম্বর ২০১৪

টলিউডের ছবিতে অনেক দিন আগেই নাম লিখিয়েছেন মাহিয়া মাহী। ধানুকা ফিল্মসের ব্যানারে নির্মাণ পরিকল্পিত ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে নায়ক অঙ্কুশের বিপরীতে মাহি অভিনয় করেছেন জুলিয়েটের চরিত্রে।

অশোক পাতি পরিচালিত ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে। ২১ নভেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ছবিটির প্রথম পোস্টার উন্মুক্ত করা হয়। এ ছাড়া ইউটিউবে দেওয়া হয়েছে এর মোশন পোস্টার।

এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবির গানগুলোর ভিডিও। এর মধ্যে ‘বেখেয়ালি মনে’ শিরোনামের একটি গানের ভিডিও ইউটিউবে ২৪ ঘণ্টায় ১৭ হাজার বার দেখা হয়েছে।

গানটিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ। এটি গেয়েছেন শাদাব হাশমি। এর কথা লিখেছেন স্যাভি ও ঋদ্ধি। সুর ও সংগীত পরিচালনায় স্যাভি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।