বিশ্বের সব দেশেই লিঙ্গ বৈষম্য

বিশ্বের সব দেশে এখনও লিঙ্গ বৈষম্য রয়েছে। এখনও কোনো দেশই লিঙ্গসাম্য নিশ্চিত করতে পারেনি। এই আধুনিক সময়েও লিঙ্গবৈষম্য সব জায়গায় কম-বেশি বহাল আছে- এমন অভিযোগ করলেন জাতিসংঘের নারীবিষয়ক সংস্থার প্রধান ফুমজিলি ম্লামবো। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বার্তা সংস্থা এপিকে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ইউএন উইমেনের এ নির্বাহী পরিচালক বলেন, বিশ্বব্যাপী নারী উন্নয়নের অঙ্গীকারের ২০ বছর পার হয়ে গেছে। কিন্তু ১৮৯ দেশের সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। ১৯৯৫ সালের বেইজিং সম্মেলনের ১৫০ পৃষ্ঠা অ্যাকশন প্লাটফর্ম পুনর্বিবেচনা করার সময় এসেছে। ওই সম্মেলনে নারীর প্রতি বৈষম্য কমাতে শিক্ষা, স্বাস্থ্য, চাকরিসহ ১২টি ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতের অঙ্গীকার করা হয়। নারী-পুরুষের সমান অধিকার অর্জনে জাতিসংঘ কমিশন কাজ করছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ওই সম্মেলনে তৎকালীন মার্কিন ফার্স্টলেডি হিলারি ক্লিনটন বলেছিলেন, ‘নারীর অধিকারই মানবাধিকার, মানবাধিকারই নারীর অধিকার।’ ফুমজিলি প্রশ্ন করেন, তাই যদি হবে, তবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নেই কেন? তবে গত দু’দশকে একেবারেই যে উন্নয়ন হয়নি সেকথা বলতে নারাজ তিনি। উদাহরণ দিয়ে বলেন, রাষ্ট্রক্ষমতায় নারীর অংশগ্রহণ বাড়ছে। এখন ২০ দেশের রাষ্ট্রপ্রধান নারী। বিশ্বব্যাপী নারী এমপির সংখ্যা ১১ শতাংশ থেকে বেড়ে ২২ শতাংশ হয়েছে।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস-২০১৫-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মেইক ইট হ্যাপেন’ (এটাই ঘটুক)। সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে সারা বিশ্বে আজ এটি পালিত হচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা আয়োজনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। প্রতি বছর ৮ মার্চ দিবসটি পালন করা হয়। অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর সমান অংশগ্রহণের দাবি নিয়ে ১৯১১ সালে প্রথম দিবসটি পালন করা হয়।
সূত্র : ইন্টারনেট
এসএইচএ/আরআইপি