রাশিয়ায় ট্রেনের ওপর ব্রিজ ধসে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ০১ জুন ২০২৫
রাশিয়া-ইউক্রেন সংঘাত/ ছবি: এএফপি

রাশিয়ায় ট্রেনের ওপর একটি ব্রিজ ধসে পড়ায় সাতজনের মৃত্যু হয়েছে। জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে একটি হাইওয়ে ব্রিজ রেললাইনের ওপর ধসে পড়েছে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। খবর বিবিসির।

ব্রিয়ানস্কের সেতুটি ধসে পড়লে বেশ কয়েকটি ভারী ট্রাক একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে যায়। এতে
আরও ৩১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ট্রেনে ভ্রমণকারী লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে মস্কো রেলওয়ে অভিযোগ করেছে যে, পরিবহন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের ফলে সেতুটি ভেঙে পড়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত সাতজন নিহত হয়েছে। স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, এক শিশুসহ দুজনের আঘাত বেশ গুরুতর।

তিনি আরও বলেন, আহত সব যাত্রীকে ব্রিয়ানস্ক অঞ্চলের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় সেতুটি ধসে পড়লে ট্রেনের লোকোমোটিভ এবং বেশ কয়েকটি গাড়ি লাইনচ্যুত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কো যাচ্ছিল এবং দুর্ঘটনার সময় ভাইগোনিচস্কি জেলায় অবস্থান করছিল। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে এই দুর্ঘটনা ঘটেছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।