ভাদ্র মাসে কী চাষ করবেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৭ আগস্ট ২০২৪

শুরু হয়েছে ভাদ্র মাস। ঋতুবৈচিত্র্যে এসেছে শরৎকাল। এই সময়ে (মধ্য আগস্ট-মধ্য সেপ্টেম্বর) আগাম রবি সবজি চাষ করা যায়। পাশাপাশি ফলগাছও লাগাতে পারেন। আসুন জেনে নিই ভাদ্র মাসে করণীয় সম্পর্কে—

ভাদ্র মাসে করণীয়

১. ভাদ্র মাসে লাউ ও শিমের বীজ বপন করা যায়।
২. ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটোর বীজ বুনতে পারেন।
৩. ওলকপি ও মিষ্টি কুমড়ার জমি তৈরি, চারা রোপণ এবং সার প্রয়োগ করতে হবে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

৪. মধ্যম ও নাবি রবি সবজির বীজতলা তৈরি এবং বীজ বপন করতে পারেন।
৫. নাবি খরিফ-২ সবজি সংগ্রহ এবং বীজ সংরক্ষণ করা যায়।
৬. আগে লাগানো ফলের চারার পরিচর্যা করতে হবে।
৭. ফলের উন্নত চারা বা কলম লাগানো যেতে পারে।
৮. গাছে খুঁটি দেওয়া, বেড়া দিয়ে চারাগাছ সংরক্ষণ করতে পারেন।
৯. ফল সংগ্রহের পর গাছের অঙ্গ ছাটাই করতে হবে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।