রাজনীতি

জামায়াত ছাড়া কেউ খোঁজ নেয়নি: জুলাইয়ে আহত শাহ আলম

গত বছরের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো শ্রমিক মো. শাহ আলম অভিযোগ করেছেন, ভোট নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের কথা কেউ ভাবছে না। শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:

আমাদের সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট: যুদ্ধাহত মোস্তাফিজুর জুলাইয়ে কওমি মাদরাসার অবদান ছিনতাইয়ের চেষ্টা হলে ফের অভ্যুত্থান

শাহ আলম বলেন, ‘একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চইলা যায়। কিন্তু আমি সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আমার দুইটা বাচ্চা আছে, বউ আছে। একটা বছর কী মানবেতর অবস্থায় চলছি, কোনো সরকার আমার খোঁজখবর নেয়নি। আমার এই খোঁজখবর এবং সাহায্য জামায়াত ছাড়া আর কেউ করেনি’।

এএএম/এসএনআর/এমএস