জুলাইয়ে আহত মোস্তাফিজুর

আমাদের সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৯ জুলাই ২০২৫
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখছেন যুদ্ধাহত এস এম মোস্তাফিজুর রহমান

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং গত বছর জুলাইয়ের আন্দোলনে যুদ্ধাহত এস এম মোস্তাফিজুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে একমাত্র মহান আল্লাহর সাহায্যেই সফল হয়েছি। আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কিছুই করার ক্ষমতা নেই, যদি আল্লাহ তা’আলা আমাদের উত্তম সাহায্যকারী না হন। আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনিই যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সাহায্যকারী হয়েছিলেন, অভিভাবক হয়েছিলেন। তাই ২৪ এর জুলাইয়ের আন্দোলন সফল করতে পেরেছি। আল্লাহর ক্ষমতা ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই।

গত বছরের জুলাইয়ে ইন্টারনেট শাটডাউনের সময় দেশজুড়ে গণহত্যার কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিটা জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে।

তিনি সেই সময়ের কথা উল্লেখ করেন যখন ‘শিবির সন্দেহে’ সনাতন ধর্মাবলম্বী বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। মোস্তাফিজুর রহমান বলেন, শিবির করা কোনো অপরাধ নয়। কোনো রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ নয়। শিবির ট্যাগ দিয়ে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের ওপর অত্যাচার, নিপীড়ন, খুন চালানো হয়েছে প্রতিটা বছর।

এএএম/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।